রোলেক্স বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৫ মে ২০১৯

দিনাজপুরের সুনামধন্য রোলেক্স বেকারির কারখানায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের উত্তর গোসাইপুরে ওই বেকারির কারখানায় অভিযান চালান র‌্যাব হেডকোয়ার্টার্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় রোলেক্স বেকারির স্বত্বাধিকারীর ইনচার্জ আশরাফুল ইসলামকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বেকারিটির কারখানায় মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, মানবদেহের জন্য ক্ষতিকর ক্যামিকেল খাদ্যে মেশানোসহ বিভিন্ন ভেজালের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ২০১৩ সালের খাদ্য নিরাপত্তা আইনের ৩৩ ধারায় রোলেক্স বেকারিকে ৬ লাখ জরিমানা করা হয়।

food-adultration

এ সময় ২৩টি আইটেমের বেকারি সামগ্রী ও ক্যামিকেল জব্দ করে তা ধংস করা হয়। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির নির্দেশ দেয়া হয়। অন্যথায় কারখানা বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার মেজর গালিব মোহাম্মদ নাতিকুর রহমান উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।