নোয়াখালীতে দুই লাখ মিটার জাল জব্দ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট ও বিন্দি জাল এবং একটি অবৈধ মাছ ধরার ট্রলার আটক করেছে। রোববার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন অফিসার লে. তানভীর আহম্মেদ জাগো নিউজকে জানান, মেঘনা নদীতে জেলেরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যেদের চোখ ফাঁকি দিয়ে কিছুদিন ধরে নিষিদ্ধ বিভিন্ন প্রকারের জাল ব্যবহার করে মাছ ধরে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট ও এক লাখ মিটার বিন্দি জাল জব্দ করা হয়েছে।
এছাড়া কোনো ধরনের অনুমতি বা কাগজপত্র বিহীন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি মাছ ধরার ট্রলারও আটক করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিদিনই মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং এটি আরো জোরদার করা হবে। যাতে কেউই নিষিদ্ধ জাল ও ট্রলার দিয়ে মাছ শিকার করতে না পারে।
মিজানুর রহমান/এসএস/আরআইপি