কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ দেড় ডজন মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২৪ মে ২০১৯

কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১২০০ পিস ইয়াবা, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী নদীর তীররক্ষা বাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও দ্রুতবিচার আইনসহ বিভিন্ন অপরাধে অন্তত দেড় ডজনেরও অধিক মামলা রয়েছে।

মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কালা জাকিরকে আটক করতে রাত ২টার দিকে পুলিশ পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী বাঁধে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিব্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।