বগুড়ার উপ-নির্বাচনে আ.লীগ-বিএনপিসহ ১০ জনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৩ মে ২০১৯

আগামী ২৪ জুন অনুষ্ঠেয় বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ ও সাবেক জেলা সভাপতি একেএম মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা, জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের জেলা সভাপতি মনসুর রহমান, মুসলিম লীগের প্রার্থী মুফতি মাওলানা রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহমেদ মিঠু, জাফর আলী ও মো. মিনহাজ।

বেলা ১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু ও রেজাউল করিম মন্টু প্রমুখ।

bogra-election

বেলা ২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থীরা।

এ সময় দলের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী বেলাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর হেনা, আহসানুল তৈয়ব জাকির, একেএম তৌহিদুল আলম মামুন, মীর শাহে আলম ও ওমর ফারুক খান প্রমুখ। এছাড়া অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লিমন বাসার/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।