বাংলাদেশে ১০ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৩ মে ২০১৯

আবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১০ জনকে ‘জোরপূর্বক’ বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ধারণা করা হচ্ছে তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বর্তমানে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতার দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও ছয় শিশুকে ‘জোরপূর্বক’ বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। বর্তমানে তারা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

এর আগেও গত জানুয়ারি মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গা নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় তারা।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।