ধর্মঘটে অচল ভোমরা বন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২২ মে ২০১৯

ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গো ওয়েলফেয়ার ইউনিয়নের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। চারদিনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ধর্মঘটের ফলে মঙ্গলবার ও বুধবার বন্দরে কোনো আমদানি-রফতানি কার্যক্রম হয়নি।

জানা গেছে, ডিজিটাল পদ্ধতি চালুর কারণে আমদানি-রফতানি কার্যক্রমে ধস নামায় ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গো ওয়েলফেয়ার ইউনিয়ন মঙ্গলবার থেকে এ ধর্মঘটের ডাক দেয়।

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানায়, চলতি সপ্তাহে ভারতীয় কাস্টমসের নির্দেশে ঘোজাডাঙ্গা শুল্ক স্টেশনে অনলাইনে (ডিজিটাল পদ্ধতিতে) দাফতরিক কার্যক্রম শুরু হয়। জনবল কম ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে অনলাইনে দাফতরিক কার্যক্রম শুরু করায় প্রচুর সময় নষ্টের কারণে ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম হঠাৎ ৭০ ভাগ হ্রাস পায়। আগে যেখানে প্রতিদিন তিন থেকে চারশ পণ্যবাহী ট্রাক বন্দরের প্রবেশ করতো সেখানে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দিনে ৫০-৬০টির বেশি গাড়ি বন্দরে আসছে না। এর প্রতিবাদে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ও কার্গোওয়েল ফেয়ার ইউনিয়ন চারদিনের ধর্মঘটের ডাক দেয়।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী পরিচালক নিয়ামুল হাসান বলেন, বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানতে পেরেছি। নিষ্পত্তি হলেই বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।