চট্টগ্রামে দেড়লাখ পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রামে দেড়লাখ পিস ইয়াবাসহ আমির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগ রাতে আনোয়ারা উপজেলার মোহাম্মদ উল্লাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে তার শ্বশুর বাড়ির মাটির নীচে লুকিয়ে রাখা অবস্থায় একলাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাবের অভিযানকারী দল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আমির হোসেনকে আটক করা হয়। তার ব্যাগ থেকেও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার সকালে পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।

গত দেড়মাস আগে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয় ইয়াবা সম্রাট আবু জাফর। জাফর মারা যাওয়ার তার ইয়াবা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন মামা আমির হোসেন। ইয়াবাগুলো নিহত জাফরের ছিল বলে আমির হোসেন স্বীকার করেন।

আটক আমির হোসেন নগরীর কর্ণফুলী থানার বুধপুরা মেরিন একাডেমি এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।