প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় জামায়াত নেতা আটক


প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীপরিষদ সদস্যসহ দলীয় কেন্দ্রীয় নেতাদের নিয়ে ব্যঙ্গাত্মক ছবিসহ ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. ইউসুফ নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইউসুফ দুর্গাপুর গ্রামের আব্দুল বারীর ছেলে ও জামায়াতের শুভপুর ইউনিয়নের সভাপতি।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদসহ পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে তাদের ব্যাঙ্গাত্মক ছবিসহ কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা হয়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ জাগো নিউজকে জানান, বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার রাত আড়াইটার দিকে ইউসুফকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।