‘গোলাগুলিতে’ মাদকের ৫ মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০২ এএম, ২২ মে ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত ব্যক্তির নাম নাজমুল হোসেন (২৮)। তিনি উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, গাংনী থানায় নাজমুলের নামে মাদকের পাঁচটি মামলা রয়েছে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে করমদি গ্রামে গোলাগুলির শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই বন্ধ হয়ে যায় গুলির শব্দ।

গুলির উৎস খুঁজতে আশেপাশে তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী, একটি দেশীয় পিস্তল, প্রায় এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।

আসিফ ইকবাল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।