লোকালয়ে চিত্রা হরিণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২১ মে ২০১৯

ফেনীর সোনাগাজীতে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসী হরিণটি আটক করে। খবর পেয়ে সোনাগাজী থানা পুলিশ হরিণটি উদ্ধার করে।

উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, আনুমানিক ৭০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ সকাল সাড়ে ৯টার দিকে বন ছেড়ে লোকালয়ে এসে পড়ে। গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটি আটক করে। খবর পেয়ে আমি পুলিশকে জানাই।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেনী সদরের কাজীর বাগ ইকোপার্কে হরিণটি অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সি জানান, হরিণটি আটক করার সময় সামান্য আহত হয়েছে। এটিকে জেলা পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে হরিণটি কাজীর বাগ ইকোপার্কে অবমুক্ত করা হবে।

রাশেদুল হাসান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।