খুলনায় তিন শর্তে পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২১ মে ২০১৯
ফাইল ছবি

তিনটি শর্তে খুলনায় পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে শ্রমিকরা কাজে যোগদান করবেন। খুলনা জেলা প্রশাসন, বিজেএমসি ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকে টানা ১৫ দিনের আন্দোলন স্থগিত করা হলো।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রসাশক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে খুলনা ও যশোর অঞ্চলের নয়টি সরকারি পাটকলে শ্রমিক আন্দোলন নিয়ে বৈঠক হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪ ঘণ্টা আলোচনার পর শ্রমিকরা ঘোষণা দেন - চলতি সপ্তাহে দুটি বকেয়া এবং এক সপ্তাহের মধ্যে পুরো বকেয়া প্রদানের পাশাপাশি আগামীকাল বন্ধ মিলগুলোতে জরুরিভাবে কর্মরত শ্রমিকদের হাতে মজুরি কমিশন বাস্তবায়ন করে পে স্লিপ প্রদান করার শর্তে আন্দোলন স্থগিত করা হলো।

এ সময় যুগ্ম শ্রম পরিচালক মিজানুর রহমান, এডিশনাল এসপি আনিচুর রহমান, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার রাশিদা করিম, ৯ মিলের প্রকল্প পরিচালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।