সিগারেট চুরির অপবাদ দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২১ মে ২০১৯

মেহেরপুরের গাংনীতে দশম শ্রেণির ছাত্র রাব্বি হোসেনের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ এনে গাছে বেঁধে নির্যাতন ও জরিমানা আদায় করা হয়। সেই ক্ষোভ আর লজ্জায় আত্মহত্যা করেছে ওই কিশোর। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেয় সে।

রাব্বি উপজেলার কড়ই গাছি গ্রামের চিনিরুদ্দীনের ছেলে ও স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাব্বির পরিবারের লোকজন জানান, খুব সকালে রাব্বি ও তার সহপাঠী জনি স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সেখানে পান বিড়ির দোকানি কচিমদ্দীন তাদের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ এনে গাছে বেঁধে রাখে। পরে সাবেক মেম্বার আব্দুল হান্নান ও ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টু সালিশ বসিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এতে ক্ষোভ ও লজ্জায় নিজ ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাব্বি। ঘটনার পরপরই দোকানি কচিমুদ্দীন পালিয়ে যায়।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাব্বির পরিবারের লোকজন মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।