বি.বাড়িয়া সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। রোববার সকাল ১০টায় সদর হাসপাতাল প্রাঙ্গণে জেলা আওয়ামী যুবলীগের আয়োজিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবু সাঈদ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সদর হাসপাতালকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জেলা সদর হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করতে হবে।

পরে উদ্বোধনী আলোচনা সভা শেষে সদর হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।