হবিগঞ্জে দুইশ বস্তা নিম্নমানের সার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২১ মে ২০১৯

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় ‘খালেক ট্রেডার্স’ নামে একটি সারের দোকান থেকে ২শ বস্তা নিম্নমানের সার জব্দ করা হয়েছে। সোমবার রাতে এসব সার জব্দ করে সদর মডেল থানা পুলিশ।

এ সময় দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। তিনি শহরের রাজনগর এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। তিনি ওই দোকানটি সিলগালা করে দেন।

সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযানে নামেন। এ সময় জানতে পারেন ওই এলাকায় একটি দোকানে নিম্নমানের সার মজুদ করা হচ্ছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দোকানে থাকা ২শ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসে এবং দোকানের ম্যানেজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে ওই দোকানটি সিলগালা করেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জব্দকৃত সারগুলো কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।