টয়লেট ভেঙে নারীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২০ মে ২০১৯

সাভারে কলমা এলাকায় টয়লেটের কমোড ভেঙে সেপটিক ট্যাংকে পড়ে আশা বেগম (২৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কলমা উত্তরপাড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এর আগে সকালে কলমা উত্তরপাড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে দুর্ঘটনাবসত পড়ে যান তিনি। মৃত আশা সাভারের কলমা এলাকার হিরু মিয়ার মেয়ে। তার স্বামী মাসুদুর রহমানকে নিয়ে কলমার উত্তরপাড়ায় থাকতেন তিনি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, সকালে নিজ বাড়ির টয়লেটে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে দুর্ঘটনাবসত পড়ে যান আশা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চেষ্টা চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। গভীর সেপটিক ট্যাংকে অক্সিজেন সরবরাহ না থাকায় অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ করেনি কেউ। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।