ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ মে ২০১৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় একটি তৃতীয় তলা ভবন, একটি দ্বিতীয় তলা ভবন, দুইটি আধাপাকা ও বেশ কয়েকটি টিন সেডের ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সওজ থেকে অবৈধ এ স্থাপনাগুলো সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়ল

Tangail-pic01.jpg

তবে অভিযানে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোনো সময় দেয়নি। শুধু উচ্ছেদ অভিযান পরিচালনার আগের দিন রাতে তাদের জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নওয়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। মহাসড়কের উন্নয়ন কাজের স্বার্থে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।