ঈদে কোস্টগার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার হবে : মায়া


প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেছেন, ঈদকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি ও গজারিয়া এলাকা দিয়ে কোরবানির পশু বেশি প্রবেশ করে। এ সময় অন্য জেলা থেকে ডাকাতদল এসে ট্রলারসহ পশু ডাকাতি করে চলে যায়। তাই পশু ডাকাতি এবং হয়রানি এড়াতে আসন্ন ঈদের সময়টাতে কোস্টগার্ড ও নৌ-পুলিশ তাদের টহল জোরদার করতে হবে।

শনিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী  বলেন, জেলার অন্যান্য আসনের এমপিদের উপস্থিত করানোর ব্যবস্থা করবেন। তাহলে জেলার সকল সমস্যাগুলো বেরিয়ে আসবে।

মন্ত্রী আরো বলেন, মেঘনা-ধনাগোদা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে তিনি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে প্রকল্প এলাকাগুলো পরিদর্শনের কথা বলেন। ঝুঁকিপূর্ন এলাকাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য বলেন। ৬৪ কিলোমিটার বাঁধে প্রায় ৬ লক্ষ লোক বাস করে। এ বাঁধের দেশের উৎপাদিত ধানের একটি অংশ যোগ হয়।

তিনি আরো বলেন, এই বাঁধের গুরুত্ব অনেক বেশি এবং রক্ষা করতে হবে। এ বছর রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে। এ কারণে জেলার অধিকাংশ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ বৃষ্টি থেমে যাওয়ার পর পরই সড়কগুলো চলার মত উপযোগী করে তুলবেন। কারণ মানুষ যেন ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।

জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে সিজিএম ভবনের কাজ শুরু হবে। সকলে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারন্সের জন্য কাজ করবেন। যারা মাদক বিক্রয় করে তাদের পরিচয় মাদক ব্যবসায়ী, অন্য কোনো পরিচয় নেই।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র এনামুল হক বাদল, কচুয়া পৌরসভার মেয়র  হুমায়ুন কবির প্রধান, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আ. রশিদ মজুমদার, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ মঞ্জু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম কাজল প্রমূখ। সভার শুরুতে বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।