জবানবন্দি নিয়ে দুই ‘জিনের বাদশা’কে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৮ মে ২০১৯

মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার পর দুই ‘জিনের বাদশা’কে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর আলম (৩৫) ও রেজাউল করিম (৩৪)।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

গত বুধবার (১৫ মে) গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ থানায় অভিযান চালিয়ে পিবিআই কর্মকর্তারা তাদের আটক করেন। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত বছর অক্টোবর মাসে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আব্দুল্লাপুর গ্রামের এক মহিলাকে মোবাইলের মাধ্যমে জিনের বাদশা পরিচয়ে ফোন করে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে ২৩ ভরি স্বর্ণ ও ১২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। এ ব্যাপারে ভুক্তভোগী মহিলা মুন্সীগঞ্জ কোর্টে সি.আর মামলা করলে আদালত পিবিআইকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন।

ঘটনার সত্যতা পাওয়ায় আদালতের সঙ্গে আলোচনা করে বিষয়টি জিআর মামলা হিসাবে রেকর্ড করে পিবিআইকে তদন্তের নির্দেশনা দেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মুন্সীগঞ্জের পরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, আটক দুজনের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোট ৩৪টি মোবাইল সেট, ৬১টি মোবাইল সিম এবং নগদ এক লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভবতোষ চৌধুরী নুপুর/মুন্সীগঞ্জ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।