ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৮ মে ২০১৯

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডহরপাড়া গ্রামের কৃষক বাচ্চু হাওলাদারের জমির বোরো ধান কেটে দিয়েছেন শিক্ষার্থীরা। বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তিন দিন ধরে এ জমির ধান কেটে দেন।

শনিবার বিকেলে এক একর জমির পুরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষক বাচ্চু মিয়া। তিনি বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে তার এক একর জমির ধান পানিতে মিশে গিয়েছিল। আর্থিক অসচ্ছলতা এবং শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না তিনি। তাছাড়া ধানের দামও কম। একজন শ্রমিকের মজুরি ৬০০ টাকা। তাই শ্রমিকদের কাটার মজুরি দিয়ে পুষিয়ে উঠতে পারতেন না তিনি। নিজেও অসুস্থ থাকায় এতো দিন জমিতেই পরিত্যক্ত অবস্থায় ধান পড়ে ছিল। এ খবর শুনে শিক্ষার্থীরা তার জমির ধান কেটে দেয়ার উদ্যোগ নেন।

Jhanlkathi1

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামে একটি ছাত্র সংগঠনের বরিশালের আহ্বায়ক বিএম কলেজের শিক্ষার্থী নবীন আহম্মেদ ৫ জনের এ দলের নেতৃত্ব দেন। প্রতিদিন দুপুর ২টায় কৃষক বাচ্চুর জমিতে কাচি নিয়ে ধান কাটায় নেমে পড়েন তারা। শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাচ্চু মিয়া।

মো. আতিকুর রহমান/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।