২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হবে


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হবে। তখন জাপান, চীন ও আমেরিকার মতো উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্হি বিশ্বে বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। দেশ যেভাবে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে তাতে ২০২১ সাল লাগবে না বরং ২০১৮ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

মাগুরায় যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত উদ্যোক্তা উন্নয়ন কর্মশালায় শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে ব্যাপক সফলতা অর্জন করেছে। এছাড়া যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। বর্তমান সরকারের স্লোগান হচ্ছে `আমরা চাকরি চাই না চাকরি দেব।`

এর আগে প্রতিমন্ত্রী মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়াম পরিদর্শন করেন এবং যুব ভবন ও নবনির্মিত স্টাফ ডরমিটরি ভবনের উদ্বোধন করেন।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।