অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১২ জন আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৭ মে ২০১৯

সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ রয়েছে। শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এমপি’র মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য বড়আঁচড়া এমপি’র মোড় নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ জন নারী -পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।