ট্রেন থেকে তেল চুরি, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ মে ২০১৯

দীর্ঘদিন ধরেই রাজশাহীর কাঁকনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে চুরি হচ্ছিলো তেল। শেষ পর্যন্ত আশেক আলী (৫০) নামে তেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশেক আলী একই এলাকার নূর মোহাম্মদের ছেলে। তার কাছ থেকে ৯৫ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরে রাজশাহী রেলওয়ে থানায় মামলা হয়েছে। ওই মামলায় শুক্রবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার আশেক আলীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে কাঁকনহাট রেলওয়ে স্টেশনে অভিযান চালায় র‌্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানির (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। মধ্যরাতে ওই অভিযানে ৯৫ লিটার ডিজেলসহ আশেক আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে তেল চুরির কথা স্বীকার করেছেন তিনি। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।