ইয়াবাসহ আটকের পর থানায় যুবকের ‘আত্মহত্যা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৬ মে ২০১৯
প্রতীকী ছবি

পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ আটকের পর থানা হাজতে ওমর ফারুক ওরফে রায়হান (২০) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে থানা হাজতের বাথরুমের ভেন্টিলেটরের লোহার রডে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়।

মহিপুর থানা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে কুয়াকাটা চৌরাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ ওমর ফারুক ওরফে রায়হানকে (২০) গ্রেফতার করা হয়। পরে রাতে থানায় সে আত্মহত্যা করে।

রায়হানের মায়ের বরাত দিয়ে ওসি জানান, দির্ঘদিন যাবৎ রায়হান মাদকাসক্ত ছিলেন। তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। রায়হানের নামে নলছিটিতে দুটি, বাকেরগঞ্জ থানায় একটি ও মহিপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।