কুষ্টিয়ায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৫ মে ২০১৯
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় শিউলী খাতুন হত্যা মামলায় দায়ে সোহেল রানা নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর এলাকার তৈয়ব আলীর মেয়ে শিউলী খাতুন কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় গণপূর্ত অধিদফতরের কোয়ার্টারে তাওহীদা বানু নামে এক নারীর বাসায় ভাড়া থাকতেন। ২০১৭ সালের ১৯ জুলাই ভাড়া বাসার পাশেই কুষ্টিয়া সরকারি কলেজের খেলার মাঠ থেকে শিউলী খাতুনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এ ঘটনায় নিহত শিউলী খাতুনের ভাই শিমুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ শিউলী খাতুন হত্যাকাণ্ডে সোহেল রানার জড়িত থাকার প্রমাণ পায়। পরে ২০১৮ সালের ১৫ জানুয়ারি সোহেল রানাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।