আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:২৩ এএম, ১৫ মে ২০১৯

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন (৫০) নামের এক শ্রমিক লীগের কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদরাসার সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি। শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর মধ্যে ব্যবসা নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই জের ধরে আজ রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে কালাম ও শামীমের সমর্থকরা। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গুলিবিনিময় হয়। এ সময় শ্রমিক লীগের কর্মী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ছাতক পৌর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান নিহতের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

মোসাইদ রাহাত/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।