সাতক্ষীরায় শ্রমিক নেতাকে মারধর, পণ্য খালাস বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৪ মে ২০১৯

শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। একই সময়ে তারা বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলীর ওপর বহিরাগতদের দুই দফা হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে পণ্য খালাস বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিক নেতারা জানান, ভোমরা ট্রাক টার্মিনালে গাড়ি পার্কিং এবং চাঁদাবাজি করছিলেন শাওন নামের এক যুবক ও তার সঙ্গীরা। এর প্রতিবাদ করায় শাওন তার লোকজন নিয়ে রোববার হামলা করে শ্রমিক নেতা এরশাদ আলীর ওপর। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দিয়ে ফেরার পথে সোমবার রাতে এরশাদের ওপর আবারও হামলা করে সন্ত্রাসীরা।

পুলিশ এ ঘটনায় আরিফ ও জুয়েল নামের দুইজনকে গ্রেফতার করেছে। হামলার প্রতিবাদে শ্রমিকরা ভারতীয় ট্রাক থেকে আমদানি পণ্য খালাস করা বন্ধ করে দিয়েছেন।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরব না আমরা।

এদিকে, পণ্য খালাস না হওয়ায় বিপুল সংখ্যক ভারতীয় ট্রাক ভোমরা ও ঘোজাডাঙ্গা বন্দর সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোনো পণ্য খালাস হয়নি।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।