বৈদ্যুতিক খুঁটির ভেতরে ঢুকে গেল প্রাইভেটকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৩ মে ২০১৯

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অপর এক কর্মকর্তা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটির ভেতরে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ওই দুই ব্যাংক কর্মকর্তা ওই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

vanga-01.jpg

নিহত ব্যাংক কর্মকর্তা আহসান-আল আসিফ (৩২) পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল কর্মকর্তা। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈইল ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে। আবুল বাসার কাশিয়ানীর সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। আহসান-আল আসিফ বিবাহিত এবং এক ছেলের বাবা।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপক একেএম আব্দুর রকিব (৫০)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

vanga-01.jpg

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ওই দুই ব্যাংক কর্মকর্তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক অফিসের প্রিন্সিপাল অফিসার আহসান-আল আসিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবালী ব্যাংক ফরিদপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা গৌতম চন্দ্র পাল জানান, দুই ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ভোজেশ্বর শাখা পরিদর্শন শেষে ফরিদপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।