যমুনার পানি বিপদসীমার ৭০ সে.মি. উপরে


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে শনিবার সকালে তা বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে জেলার ৫টি উপজেলার কাজিপুর, বেলকুচি, চৌহালী, সদর ও শাহজাদপুরের ২৯টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রথম দফা বন্যার পানি কমতে না কমতেই আবারো যমুনা নদীর পানি বাড়তে শুরু করায় বন্যা কবলিত মানুষের দুর্ভোগ নতুন করে শুরু হয়েছে।

প্রথম দফার বন্যার পানিতে ডুবে থাকা বাড়ি-ঘরের আশপাশের পচে যাওয়া লতাগুল্ম, ময়লা আবর্জনা, খড়কুটোতে পানি দূষিত হয়ে বন্যার্তদের মধ্যে দেখা দিয়েছে নানা রোগ। সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বন্যার কারণে জেলার ৪শ ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিযেছেন জেলা শিক্ষা অধিদফতর। পাশাপাশি জেলার ফসলি জমিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় উঠতি ফসলসহ উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল আলম জাগো নিউজকে জানান, নতুন করে বন্যা হওয়ায় মানুষ আবারো দুর্ভোগে পড়েছে। উচ্চ পর্যায়ে ত্রাণের জন্য আবেদন করা হয়েছে। ত্রাণ বরাদ্দ পেলেই তা বিতরণ করা হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-নির্বাহী প্রকৌশলী রনজিত কুমার সরকার জাগো নিউজকে জানান, পানি বর্তমানে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার কোনো বাঁধ এখনো ঝুঁকির মধ্যে পড়েনি।

বাদল ভৌমিক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।