শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা


প্রকাশিত: ০৪:০১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে শনিবার সকাল ৭ টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের সামনে এসে শেষ হয়।



শোভযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব কুমার দাস, পূজা উদযাপন পরিষদ নেতা সোমেশ রঞ্জন রায় প্রমুখ।

এছাড়া শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থীর ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ-কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর।



এদিকে জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।