ঈশ্বরদীতে ২ কোটি টাকার কোকেন উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৩ মে ২০১৯

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার কোকেন উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়।

রোববার রাত ৮টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী বাসে (ঢাকা - মেট্রো- ব- ১৫- ০২৬৮) তল্লাশি চালিয়ে ৩৪০ গ্রাম কোকেন, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।

এ সময় কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনুর রশীদ (৪০) ও একই জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শাহ আলমকে (২৯) আটক করেছে র‌্যাব-১২ সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।