কিশোরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:০০ পিএম, ১১ মে ২০১৯
ফাইল ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে সলমান (১৩), একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে হাকিম (২৬), চর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে নাইম (১৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শফিক (২৪)। দগ্ধ অপরজনের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশের ওসি আবদুল হাই তালুকদার জানান, সকালে কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।