হাতের অপারেশনে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১১ মে ২০১৯

লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রেজিয়া বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার সকালে পৌরসভার মজুপুর এলাকার লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাইভেট) এ ঘটনা ঘটে।

তবে চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা নয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন রেজিয়া।

এ ঘটনায় সকালে নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর ও লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত রেজিয়া বেগম সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী আবু তাহেরের স্ত্রী।

Lakshmipur

পুলিশ জানায়, শুক্রবার ডান হাত ভাঙা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম। রাত ১২টার দিকে তার হাতের অপারেশন করা হয়। পরে ভোর ৪টার দিকে তাকে অপারেশন থিয়েটার থেকে বেডে স্থানান্তর করা হয়। একপর্যায়ে রেজিয়ার হাত থেকে রক্তক্ষরণ শুরু হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এতে স্বজনরা জড়ো হয়ে হাসপাতালের গ্লাস ভাঙচুর করেন।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, অতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণে রেজিয়ার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের চিকিৎসক এছহাক ভূঁইয়া জানান, রোগীর হাতে সফল অস্ত্রোপচারের পর তাকে বেডে স্থানান্তর করা হয়। পরে রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।