লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১১ মে ২০১৯

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর থেকে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অলিউল হাসান জাগো নিউজিকে জানান, শুক্রবার সন্ধ্যার পরপর গিয়াসনগর ইউনিয়নের গুমরা এলাকায় একটি লজ্জাবতী বানর লোকালয়ে চলে আসে। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে আমরা সেখানে গিয়ে বানরটি উদ্ধার করে থানায় আনি। পরে মৌলভীবাজারের বিট অফিসার মো. আনিসুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানিয়েছেন বানরটিকে সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হবে।

monkey

প্রাণিজগতের আলোকচিত্রী ও বণ্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জাগো নিউজকে জানান, বন ধ্বংস এবং বনে খাদ্যের অভাবের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে।

তিনি আরো জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। বছরে একবার একটি করে বাচ্চা দেয়। ইংরেজি নাম Slow loris এবং বৈজ্ঞানিক নাম Nzcticebus coucang। গহীন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগডাল থেকে গাছের কচিপাতা, গাছের আটা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও এবং বিভিন্ন প্রাণীদের ডিম এদের খাদ্যের তালিকায়ে রয়েছে। তবে অন্য বানরের মতো হাত দিয়ে খায় না এরা। পাখির মতো সরাসরি মুখ লাগিয়ে খায়। খুব শান্ত স্বভাবের।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।