আমাদের মনে খুব কষ্ট হয় : জাফর ইকবাল


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

‘আমরা মানতে পারি না। আমাদের মনে খুব কষ্ট হয়। এতো জ্ঞানী একটা ছেলে, এতা আগ্রহী একটা ছেলে। আমি যতজনের সঙ্গে কথা বলেছি, কেউ বলে নাই সে কখনো মন খারাপ করে থাকে। কিংবা তার কোনো বিতৃষ্ণা আছে। সবাই বলেছে, খুবই আগ্রহী। কাজেই আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়। এতো হাসিখুশি একটা ছেলে কেনো এভাবে আত্মহত্যা করবে ?’

গণজাগরণ মঞ্চের কর্মী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাহরিয়ার মজুমদারের রহস্যজনক মৃত্যু নিয়ে এমন মন্তব্য করেছেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।

শুক্রবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শাহরিয়ারের ময়নাতদন্ত চলাকালে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় এমন কথা বলেন তিনি।

বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার নিজ বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার বি ব্লকের-৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার চার তলায় মেস করে থাকতেন শাহরিয়ার ও তার বন্ধুরা।

পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে একে রহস্যজনক মৃত্যু আখ্যায়িত করে সুষ্ঠ তদন্ত দাবি করেছে গণজাগরণ মঞ্চ সিলেট।

এ প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, ‘তার মৃত্যু নিয়ে আমরা যদি সন্দেহ করেও থাকি, যারা প্রফেশনাল, যারা এ ধরণের মামলা পরিচালনা করে থাকেন, ময়নাতদন্ত করা হবে, কেউ যদি আত্মহত্যা করে ময়নাতদন্ত করে এসব বের করে ফেলা যায়।’

তিনি বলেন, এটা সত্যি, সে সব ধরণের পজেটিভ কাজে যুক্ত ছিল। গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধ। আমাদের ইউনিভার্সিটিতে বিশাল একটা আল্পনা আঁকা হয়েছিলো, সে আল্পনা আঁকায় মুখ্য ভূমিকা পালন করেছিল শাহরিয়ার। কাজেই আমাদের মেনে নিতে কষ্ট হয়।’

শাহরিয়ার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে সম্মান সম্পন্ন করে কিছু ড্রপ কোর্স শেষ করার জন্য ব্যস্ত ছিলেন। তিনি শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের আহ্বায়কও ছিলেন। এছাড়া সিলেট গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।