আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটির কারণে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ থাকবে। তবে মাছ ছাড়া অন্যসব পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসন বাবুল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী জন্মষ্টমী উপলক্ষে শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি বন্ধ থাকবে। তবে পরদিন রোববার থেকে যথারীতি মাছ রফতানি শুরু হবে বলে জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।