রাজশাহী থেকে বিমানের চারটি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১০ মে ২০১৯
ফাইল ছবি

রাজশাহীর শাহমখদুম (র.) বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ১০, ১১, ১২ ও ১৪ মে এ ফ্লাইটগুলো রাজশাহী বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত বিমানের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ১৩ এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

তিনি আরও বলেন, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যাশ-৮কিউ ৪০০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হওয়ায় উড়োজাহাজ সংকট প্রকট হয়ে উঠেছে বিমানে।

পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। শিগিগরিই পরিস্থিতির উত্তোরণ হবে বলে জানান সেতাফুর রহমান।

ফেরদৌস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।