বান্দরবানে মাটি খুঁড়ে মিলল ৩ তাজা গ্রেনেড
বান্দরবানের আলীকদম উপজেলার বাঘেরঝিরি এলাকার একটি জুম ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও তাজা গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার বিকেলে এসব অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম জোনের সেনা কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম।
আলীকদম জোন সূত্রে জানা যায়, গােয়েন্দা সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে আলীকদম জোনের জোন কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সোমবার রাতে উপজেলার বাঘের ঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জুম ঘর থেকে পরিত্যক্ত একটি বস্তার ভেতর থেকে একটি পিস্তল, দুটি অস্ত্র উদ্ধার করা হয়। পরে জুম ঘরের মাটি খুঁড়ে তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। সেনবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আলীকদম জোনের কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম বলেন, সন্ত্রাসীদের কোনো জাত-গোষ্ঠী নেই। তারা কারও জন্য নিরাপদ নয়। এলাকায় কোনো সন্ত্রাসী চক্র বা শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেবে না সেনাবাহিনী।
সৈকত দাশ/এএম/এমকেএইচ