শাহজালাল (রহ.) এর ওরস শুরু : প্রধানমন্ত্রীর গিলাফ প্রদান


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৬৯৬তম বার্ষিক ওরস  মোবারক শুরু হয়েছে। শুক্রবার এ উপলক্ষে হাজার হাজার মানুষ মাজারে জড়ো হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ওরস উপলক্ষে সিলেটে এসেছেন। পুরো মাজার এলাকায় এখন `লালে লাল বাবা শাহজালাল` `শাহজালাল বাবা কি জয়` স্লোগানে এখন মুখরিত।

এদিকে, ওরস উপলক্ষে শাহজালাল (রহ.)-এর মাজারে সকাল থেকে চলছে গিলাফ ও গরু-ছাগল প্রদান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাজারে গিলাফ প্রদান করছেন। সঙ্গে শিরণির জন্য সাদ্য অনুযায়ী কেউ নগদ টাকা, আবার কেউ বা নিয়ে আসছেন গুরু-ছাগল, মোরগ অথবা চাল।

Orosh-Gilap-Sylhet-2

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও মাজারে গিলাফ প্রদান করা হয়েছে। তার পক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ গিলাফ প্রদান করেন। শুক্রবার দুপুরে এ গিলাফ প্রদান করা হয়। এ সময় ওরসে একটি গরু দেয়া হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী`র নেতৃত্বে গিলাফ প্রদানকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Orosh-Gilap-Sylhet-1

ওরস উপলক্ষে মাজারকে ঘিরে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে সিলেট মহানগর পুলিশ। প্রায় ছয় শতাধিক পুলিশ সদস্য মাজারকে ঘিরে কাজ করছেন। এছাড়া ১০টি সিসি টিভিও বসানো হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রহমত উল­াহ।

শনিবার ভোর সোয়া ৩টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর তোবারক বিতরণের মধ্য দিয়ে পবিত্র এ ওরসের সমাপ্তি ঘোষণা হবে বলে জানিয়েছেনমাজারের মোতাওয়ালি­।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।