ভোলা হবে বাংলাদেশের সেরা শিল্প অঞ্চল : বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সেরা শিল্প অঞ্চল। এখন এ অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙন রোধে কাজ শুরু হয়েছে।

শুক্রবার ভোলার ইলিশা এলাকায় নদী ভাঙন এলাকা পরির্দশন ও ভাঙনের শিকার পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতের সব আমলের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এসময় তিনি বিএনপি আমলের পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজের সমালোচনা করে বলেন, তিনি নদী ভাঙন রোধে কাজ করেন নি। ওই সময় ৮৪ কোটি টাকা বরাদ্দ এনে বিএনপি নেতাকর্মীরা লুটপাট করেছেন। ভাঙন এলাকায় দেখতেও আসেন নি বিএনপির মন্ত্রী এমপিরা। আর এ কারণেই ভাঙন রোধ করা এখন কঠিন হয়ে পড়েছে। তারপরও এখন  স্থায়ীভাবে ভাঙন রোধে  জিও টিউব ও ব্লক ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

শুক্রবার ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারের মধ্যে ৩০ লাখ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান,   ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছসহ স্থানীয় নেতাকর্মীরা।

অমিতাভ অপু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।