বিড়ি বন্ধের আগে সিগারেট বন্ধ করতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৭ মে ২০১৯

‘শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে মুক্তাগাছা আটনী বাজার চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে বাঙ্গালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক নেতা আব্দুল আজিজ প্রমুখ। এসময় হাজারো বিড়ি শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। ধূমপান বন্ধের নামে শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনোভাবেই হতে দিব না। বিড়ি বন্ধের আগে সিগারেটকে বন্ধ করতে হবে। বিড়ির উপর ষড়যন্ত্রমূলকভাবে আরোপিত সকল শুল্ক প্রত্যাহার করতে হবে। বিড়ির উপর ভবিষ্যতে কোনো শুল্ক বৃদ্ধির চেষ্টা করলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

এছাড়াও বিড়ি শ্রমিকদের ন্যায্যমূল্য পরিশোধ করতে বিড়ি মালিকদের প্রতি অনুরোধ জানান বক্তারা।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।