ব্রহ্মপুত্রে নৌকা ডুবে নারীর মৃত্যু, কয়েকজন নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৭ মে ২০১৯

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে রোকেয়া বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১দিকে সদর উপজেলার গিদারী ইউনিয়নের বোর্ডবাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম সদর উপজেলার বোর্ডবাজার ঘাট এলাকার এনছার আলীর স্ত্রী।

গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রাশিদ জানান, প্রতিদিনের মতো আজ সকালে বোর্ড বাজার এলাকার শ্রমজীবী নারী-পুরুষরা নৌকায় করে যমুনার চরে যাচ্ছিলেন তাদের বিভিন্ন ফসল দেখাশোনা ও পরিচর্যা করতে। কিন্তু ছোট নৌকায় পরিমাণের দ্বিগুন যাত্রী নেয় মাঝি। এতে নৌকাটি ব্রহ্মপুত্র নদে তলিয়ে যায়। এ সময় অনেকেই সাঁতার দিয়ে প্রাণ বাঁচাতে পারলেও বেশ কয়েকজন তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

জাহিদ খন্দকার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।