ক্যানসারের কাছে হেরে যাওয়া মিম পেল জিপিএ-৪.২৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৬ মে ২০১৯

চাঁদপুরের কচুয়া উপজেলায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজির মেয়ে সাবরিনা সাকা মিম ব্লাড ক্যানসার আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সোমবার ছিল এসএসসি পরীক্ষার ফলাফল জানার দিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফলাফল জানার আগেই মারা যায় ক্যানসার আক্রান্ত মিম।

গত ১৬ এপ্রিল মরণব্যাধি ব্লাড ক্যানসার রোগের চিকিৎসা চলমান অবস্থায় মারা যায় মিম। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা শোকাহত হয়েছেন।

সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। এই ফলাফলে জিপিএ-৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয় মিম। কিন্তু ফলাফল তার আর জানা সম্ভব হয়নি।

ইকরাম চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।