২০ লাখ টাকার গলদা চিংড়ির রেণুসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৬ মে ২০১৯

পটুয়াখালীতে ৬৯টি ড্রামভর্তি একলাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার রেণুপোনার দাম আনুমানিক ২০ লাখ টাকা।

সোমবার সকাল ৬টায় শহরের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ’র আদালতে তাদের হাজির করা হলে আটকদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। পরে রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) খন্দকার জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে একলাখ পিস গলদা চিংড়ির রেণু পোনাসহ মো. কবির হাওলাদার (৩০) ও হেলপার তৌহিদকে (১৯) আটক করা হয়।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ জানান, আটকদের ৮ হাজার টাকা করে জড়িমানা করে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া উদ্ধার রেণু পোনাগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।