গোপন বৈঠক থেকে শিবির নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৫ মে ২০১৯

ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিবকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের পাশের রওশন আরা ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিবির নেতা আসাদুল্লাহ আল গালিব সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের খালেক গাইনের ছেলে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রাবাসে গোপন মিটিং চলছে এমন সংবাদে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শিবির নেতা আসাদুল্লাহ আল গালিবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার গালিব ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সাধারণ সম্পাদক। ঘটনাস্থল থেকে বেশ কিছু নিষিদ্ধ বইপত্র উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি বাকি শিবির নেতাদের গ্রেফতারে অভিযান চলছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।