ফণীর প্রভাবে এবার কাজিপুরে নানা-নাতনির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৪ মে ২০১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২শ বছরের পুরনো গাছের ডাল ভেঙেপড়ে নানা ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শনিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভানুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও তার নাতনি একই গ্রামের বকুল মিয়ার মেয়ে বীথি (৮)।

কাজিপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার ফরিদ উদ্দিন ও কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কাজিপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হয়।

ঝড়ের কারণে ভানুডাঙ্গা বাজারে অবস্থিত প্রায় ২শ বছরের পুরাতন একটি বটগাছ ভেঙে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে দু'জন মারা যায়। এসময় গাছ ভেঙে পড়ার কারণে আশপাশের ৫টি দোকান ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।