দোকানে ডিম কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৪ মে ২০১৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডিম কিনতে গিয়ে দোকানির দ্বারাই ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকায় এ ঘটনা ঘটলে শনিবার দুপুরে মামলা দায়েরের পর পুলিশ তা নিশ্চিত করে। ঘটনার পর মুদি দোকানি ধর্ষক আলাউদ্দিন পালিয়ে গেছে। সে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আড়াইহাজার থানা পুলিশের ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থী তার বাড়ির পাশে আলাউদ্দিনের মুদি দোকান থেকে ডিম কিনতে যায়। সেখানে সুযোগ বুঝে আলাউদ্দিন শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষক আলাউদ্দিনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।