ভিডিও গেমের দোকানে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৪ মে ২০১৯
ফাইল ছবি

খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর বাজারে ভিডিও গেমের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুজন নগরীর আলমনগর রেল সাইডে বসবাসকারী ফেরিওয়ালা বেল্লাল হোসেনের ছেলে এবং খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকালে আলমনগর বাজারের ভিডিও গেমের দোকানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুজন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারা সুজনকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সুজন খেলা দেখার সময় পাশের বিদ্যুতের খুঁটিতে হাত দেয়, খুঁটি ভেজা থাকায় তা আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমগীর হান্নান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।