ফণী : খুলনার উপকূলীয় অঞ্চলের বাঁধে ভাঙন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে খুলনার উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও বটিয়াঘাটায় বেশ কয়েকটি এলাকার নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গভীর রাতে ওইসব এলাকার বেড়িবাঁধগুলোতে ভাঙন ধরলে এলাকাবাসী তা মেরামত করেন। তবে জোয়ারের কারণে এখন পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের স্থানগুলো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা খান জানান, রাতে ভাটার সময় বানিয়াশান্তা এলাকায় বাঁধ ভেঙে যায়। এলাকাবাসী সারা রাত সেই বাঁধ মেরামত করে। কিন্তু জোয়ারের পানির চাপে আবারও ভাঙার উপক্রম হয়েছে।

Khulna-Badh

এছাড়া দাকোপের বরনপাড়া, বটিয়াঘাটার মল্লিকের মোড়ের কচি বানিয়া, বারোআড়িয়ার সুন্দরমহলের রাস্তা ভেঙে গেছে।

khulna-badh

এর আগে শুক্রবার রাতেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এলাকাবসী। কয়রা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন জানান, কয়রায় দশহালিয়া, ঘাটাখালিসহ চার জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে কাজ করছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টার দিকে বাতাসের গতিবেগ কমে যায়। তবে যারা আশ্রয়কেন্দ্রে আছেন তারা সেখানেই অবস্থান করছেন।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।