ফেনীতে দুই ছাত্রীর শরীরে হাত, দুই শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০২ মে ২০১৯
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রীর শরীরে হাত দেয়ার ঘটনায় দুই শিক্ষককে বরখাস্ত করেছে পরিচালনা কমিটি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবরামপুর গ্রামের হাজি জালাল আহাম্মদ ইবতেদায়ি মাদরাসার পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মাদরাসার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী বলেন, দুই মাস আগে ওই মাদরাসার দুই ছাত্রীর শরীরে হাত দেয় সহকারী শিক্ষক আবদুর রহমান। বিষয়টি অভিভাবকরা প্রধান শিক্ষক হারুনুর রশীদকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আহাম্মদ উল্যা, সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত সহকারী শিক্ষক আবদুর রহমানের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়া যায়। ফলে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়। পাশাপাশি প্রধান শিক্ষক হারুনুর রশীদকে কর্তব্যে অবহেলা করায় বরখাস্ত করা হয়েছে।

তবে সহকারী শিক্ষক আবদুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, বেত না থাকায় ওই ছাত্রীদের হাত দিয়ে মেরেছি। অন্য কোনো উদ্দেশ্যে তাদের গায়ে হাত দেয়া হয়নি।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।