সিলেটে মার্কেটের গোডাউনে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
সিলেট নগরের মহাজনপট্টির কাস্টঘর এলাকায় আল খাজা মার্কেটের গোডাউনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। বুধবার (১ মে) রাত সোয়া ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া দমকল বাহিনী আগুন লাগা ভবনের ভেতরে আটকেপড়া অনেককে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে কাস্টঘর এলাকার আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নাজিম স্টোর নামের একটি পণ্যের গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে পুরো আন্ডারগ্রাউন্ডের আরও কয়েকটি গুদামে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দমকলকর্মীদের খবর দিলে তাৎক্ষণিক তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার যীশু তালুকদার জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে ব্যবসায়ীরা বলছেন- আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিঞা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে যায় এবং দমকল বাহিনীকে খবর দেয়। এছাড়া আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন, কোতোয়ালী মডেল থানার সহকারি কমিশনার মো. ইসমাইল প্রমুখ।
ছামির মাহমুদ/বিএ